আশঙ্কাজনক অবস্থায় আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে ঢাকায় আনা হয়েছে

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

সিলেটের প্রবীণ ও প্রতিথযশা আলেম শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ঢাকায় ট্রান্সাফার করা হয়। বেলা ৩টার দিকে আল্লামা হবিগঞ্জীকে বহন করা একটি এয়ার এম্বোলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাত সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সিসিইউতে নিয়ে আসা হয়। আজ রোববার তার অবস্থা হঠাৎ করে অবনতির দিকে যেতে থাকে। এরপরই মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ শায়খে হবিগঞ্জীক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। এর আগে ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন। সেসময় তার হার্টের এনজিওগ্রাম করা হয়।

দেশের প্রখ্যাত এ আলেম হবিগঞ্জের ‘জামিয়া আরাবিয়া উমেদনগর’ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন মাদরাসায় হাদীসের দরস দিয়ে থাকেন।

/এসএস

মন্তব্য করুন