
সজীব বণিক,কুবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল গেইট থেকে সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে র্যালীটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ছাত্রলীগের নেতারা কর্মীদের নিয়ে আনন্দ র্যালী পালন করার জন্য মেইন গেটে এসে জড়ো হতে থাকে।এ সময় র্যালীতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও রাতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে কেক কেটে জন্মদিন উদযাপন করার কথা রয়েছে।
/এসএস

