পটুয়াখালীতে বাস মালিক সমিতির নির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাস মালিক সমিতির নির্বাচনী সভা শেষে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন ২ বাস মালিক শাহাবুদ্দিন ও মাহবুব আলম। আহত অবস্থায় তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাস মালিক সমিতি সুত্র জানায়, বাস মালিক সমিতির নির্বাচনের আপিল শুনানী ছিল বুধবার। এদিন বিকেল ৩টায় আপীল বোর্ডের প্রধান সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শুনানীর জন্য উপস্থিত হন উভয় পক্ষের নেতারা।

শুনানী শেষে রিযাজ মৃধা-নেসার উদ্দিন প্যানেলের সমর্থক শাহাবুদ্দিন ও মাহবুব আলম কক্ষের বাইরে বের হলে প্রতিদ্বন্দী প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী শামীম মৃধার (সিফাত গাড়ির মালিক) নেতৃত্বে মহিউদ্দিন মহিদ (মামনি গাড়ীর মালিক), মিজানুর রহমান মিজান (জামাই মিজান) ছন্দা গাড়ির মালিকসহ অজ্ঞাত কয়েকজন লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত অন্যান্য মালিকরা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন