খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

খুলনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিকাশ কুমার দে (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

বিকাশ ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে। র‍্যাবের দাবি, তিনি মাদকবিক্রেতা ছিলেন।

র‌্যাব-৬ এর বিশেষ কম্পানি কমান্ডার আশরাফের ভাষ্যমতে, ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদকবিক্রেতা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১টার দিকে সেখানে যায় র‍্যাবের একটি টহলদল।

এ সময় মাদকবিক্রেতারা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে বিকাশকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও প্রায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবেরর তিনজন সদস্য আহত হয়েছেন। বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন