প্রবাসী লাঞ্ছিত: কুয়েত যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

সম্প্রতি কুয়েত প্রবাসী এক বাংলাদেশিকে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারীর দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার জের ধরে কুয়েত থেকে শাহিন নামের ওই সিকিউরিটি গার্ডকে দেশে ফেরত নেয়া হয়েছে এরই মধ্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় অক্টোবরে শুরুতে পররাষ্ট্র মন্ত্রনালয় এর লিগ্যাল অ্যাফেয়ার্স এর মহাপরিচালক মো: জাহাঙ্গীর আলম এবং (বিধি ও শৃঙ্খলা) সহকারী সচিব মো: শফিক উদ্দীন কুয়েত সফর করবেন। তাঁরা ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর কুয়েতে অবস্থান করার কথা উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জানা গেছে তদন্তদল প্রবাসী বাংলাদেশিকে লাঞ্ছনা ও এর আগে-পরের ঘটনাগুলো বিশ্লেষণ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত ও তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করবে। সাত কার্যদিবসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিভিন্ন ভাবে প্রবাসীদের হয়রানি করার দায়ে বিগত সময়ে অভিযোগ গুলো ক্ষতিয়ে দেখবেন তদন্ত কমিটি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন