রোহিঙ্গাদের আরও ২৭০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

আগামী এক বছরে রোহিঙ্গাদের ভরণ পোষণে আরও ২৭০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

এ নিয়ে মোট চাহিদার প্রায় ৬০ ভাগের মত প্রতিশ্রুতি মিলেছে বলে জানান তিনি। জাতিসংঘে বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে মন্ত্রি আরও জানান, দুবছর পার হলেও রোহিঙ্গা সংকট নিয়ে পশ্চিমাদের আগ্রহ কমেনি।

যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা আরোপ করবে বলে আশা করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন