খুলনা মেডিক্যালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার (৩০) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। লাভলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী লাভলীকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ নিয়ে খুলনায় মোট ১৬ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন