জবির সাথে তপন বিহারী ট্রাস্টের শিক্ষা সহায়ক চুক্তি

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

ফয়সাল আরেফিন, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইন অনুষদ এবং ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’ এর মাঝে শিক্ষা সহায়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) জবি উপাচার্যের কনফারেন্স কক্ষে শিক্ষা সহায়ক চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’ এর পক্ষে অ্যাডভোকেট তপন বিহারী নাগ স্বাক্ষর করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এযাবত কালের মধ্যে এই ট্রাস্ট সবচেয়ে বড় অর্থ দিয়ে শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন। এমন কাজের মাধ্যমে ভালো কাজে সম্পৃক্ত থাকার বড় মানসিকতার পরিচয় দিয়েছেন তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জবি কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান জনাব খ্রীস্টিন রিচার্ডসন, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, অ্যাডভোকেট তপন বিহারী নাগ উক্ত ট্রাস্টে এককালীন দশ লক্ষ টাকা অনুদান করেন। আইন বিভাগ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবে উক্ত ট্রাস্ট।

মন্তব্য করুন