দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ঘের কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) বিকেলে উপ‌জেলার হীরারচকের এক‌টি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরুল হক (৫৫) ও রাধা পদ (৩৮)। তারা দু’জনই সাতক্ষীরার আরিফুজ্জামান নামে এক ব্যক্তির হীরারচকের মৎস্য ঘেরের কর্মচারী।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল  প‌রিদর্শন করেছেন। নিহতদের শরীরে পোড়া দাগ রয়েছে। প্রথমিভাবে ধারণা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন