যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

যশোরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী ও এ দুর্ঘটনার মধ্যে পড়ে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তৈয়বা (৯) ও বেলেতলা গ্রামের তরিকুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের চেসিস ভেঙ্গে মোটরসাইকেল আরোহী তরিকুলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হয় মাদরাসাছাত্রী তৈয়বা। পরে, হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা মারা যায় শিশুটি।

স্থানীয়রা জানান, তৈয়বা গ্রামের মক্তবে পড়ে বাড়ি ফিরছিল। কিন্তু, ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিল। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তরিকুল ও হাসপাতালে নেওয়ার পর তৈয়বা মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন