
রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থিত ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে প্রতিষ্ঠানটির নিচতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। মূলতো তারাই ১১টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর আরও দুটি ইউনিট ঘটনা ছুটে যায়।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।
এদিকে ড্যাফোডিল পলিটেক ইনস্টিটিউটের সহকারী পরিচালক মজিবুর রহমান খোকন বলেন, আমরা সবাই নিরাপদেই রয়েছি। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
জিআরএস/পাবলিক ভয়েস

