
জাতিসংঘের ৭৪ তম সাধারন অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হোটেল লোটে প্যালেসে পৌছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়ে প্রথম দিন স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দুইটি গুরুত্ব ইভেন্টে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রবিবার বিকেলে নিউইয়র্ক পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে সাড়ে ৪ টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌছে সরাসরি হোটেল নিউইয়র্ক লোটে প্যালেসে যান প্রধানমন্ত্রী। এসময় অন্যান্যদের সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী ছাড়াও এই হোটেলে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে ছুটে আসেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতা-কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যানার প্লাকার্ড হাতে স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।
জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়ে প্রথম দিন স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দুইটি গুরুত্ব ইভেন্টে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি ২৭ সেপ্টম্বর সাধারন বিতর্কে বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশের সাফল্যগাথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
/এসএস

