
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা জেলার ফুলতলায় সাকিরুন খাতুন (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফুলতলার ডাউকোনা গ্রামে এ ঘটনা ঘটে। সাকিরুন ঐ গ্রামের রোস্তম সরদারের কন্যা এবং মশিয়ালী সিরাতুনবী (সাঃ) মহিলা মাদরাসার ছাত্রী।
পুলিশ জানায়, আজ (রোববার) দুপুরে সাকিরুন খাতুন ঘরের আরার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুললনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় ফুলতলায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
/পাবলিক ভয়েস/এসএস

