ভারতের অভ্যান্তরিন রাজনীতির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

ভারতের অভ্যান্তরিন রাজনীতির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। তবে অক্টোবরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তাসহ ভারতের অভিন্ন সাতটি বড় নদী নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিউইয়র্কে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন স্ট্রাটেজিক প্লান বা কৌশলগত পরিকল্পনা হাতে নেবে দুই দেশ।

জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় আগামীকাল সোমবার ভোরে নিউইয়র্ক পৌছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারন বিতর্কের বাইরে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। যেখানে মূলত প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের এজেন্ডায় অন্যান্য বিষয়ের সাথে থাকবে তিস্তাসহ দুই দেশের অভিন্ন বড় নদীগুলোর পানি বন্টন ইস্যু।

জাতিসংঘ সম্মলনের পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার চীন তৃপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনা নেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এবার সম্মেলনে এসডিজি বা টেকশই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরী সহযোগিতা- এই দুই-ই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন