ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতরা রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে গতকাল ক্যাসিনোতে অভিযান চালানো হয়েছে। এই ব্যবসার সঙ্গে আরও কারা কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে।’

এ সময় কানাডায় থাকা বঙ্গবন্ধুর খুনি সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘তাকে যত শিগগির সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আশা করছি, আমরা সফল হব।’

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র‍্যাব। আটকের পর তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন