
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগ ও বহিরাগতদের মাঝে অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এদিকে, হামলা-হয়রানী বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে বহিরাগত (স্থানীয়) ছাত্রলীগের সংঘর্ষ শেষে এ আল্টিমেটাম দেন নেতারা।
এসময় স্থানীয় ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নষ্ট ও শিক্ষার্থীদদের জান-মালের ক্ষতির অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সেক্রেটারি নোবেল শেখ।
বিভন্ন সূত্রে জানা যায়, গত ২১ শে আগস্ট আবাসিক হলগুলোতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুররের মামলায় গ্রেফতারের ২২ দিন পর জামিনে বেরিয়ে এসে আজ রাত ৮ টায় বহিরাগত দল-বল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইন।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তাদের ধাওয়া দেয়। এসময় দুপক্ষের অনেকেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে তাজহাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুষার কিবরিয়ার নেতৃত্বে হল থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সামনে এসে বহিরাগতদের ক্যাম্পাসে হামলার অভিযোগ তুলে আজ রাতের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে সকল ক্লাশ পরীক্ষা বন্ধের আল্টিমেটাম দেয়।
এবিষয়ে তাজহাট থানার ওসি শেখ রোখনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল হলে তাজহাট থানা পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের আল্টিমেটামের বিষয়ে তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখবে। এবিষয়ে কোন সহযোগীতা চাইলে তাজহাট থানা পুলিশ প্রস্তুত আছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টোর আতিউর রহমান বলেন, ক্যাম্পাসে হঠাৎ করেই একটি ভীতিকর পরিবেশের সৃষ্টি হতে যাচ্ছিল । এর আগে একটি গ্রুপ দু হলের মধ্যে অরাজকতা সৃষ্টি করার কারণে সেখানে মামলা দায়ের করা হয়েছিল কিছু কিছু ব্যক্তির নামে। তারা হঠাৎ করে আজকে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছিল।
তিনি আরো বলেন, আমরা জানি কিছু স্টুডেন্ট তাদের নামে মামলা করেছিল তারা এখানে ছিল। তারা সংঘবদ্ধভাবে তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব ই সর্তক অবস্থানে আছে। যেন কোন ধরনের ভাবমূর্তি বা পরিবেশ নষ্ট না হয়।
/এসএস

