

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করতে যাচ্ছে ইসলামি নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আওয়ার ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় আওয়ার ইসলাম সম্পাদক মণ্ডলীর সভাপতি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।
আলোচনায় মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘দেয়ালিকা প্রকাশ আমাদের ঐতিহ্যের অংশ। তরুণরা এর মাধ্যমে লেখালেখিতে পারদর্শী হয়ে ওঠে। দেয়ালিকা উৎসব তরুণদের আরও উৎসাহ-উদ্দীপনা জোগাবে বলে আমি বিশ্বাস করি।’ এছাড়াও দেয়ালিকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন কবি ও গবেষক মুসা আল হাফিজ।
সভাপতির বক্তব্যে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ বলেন, ‘কওমি মাদরাসায় ব্যাপকভাবে লেখালেখি চর্চা হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও শিক্ষার্থীদের লেখালেখিতে এগিয়ে নিতে যথেষ্ঠ সহযোগিতা করা হয়। এই চিত্রটা দেখতে আমাদেরকে দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছে। আশা করি,দেয়ালিকা উৎসবের মধ্য দিয়ে তরুণরা অনেক দূর এগিয়ে যাবে।’
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব দুটি প্রস্তাব রাখেন। এক. দেয়ালিকার সম্পাদক ও লেখকদের নিয়ে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা। দুই. আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় দেয়ালিকা উৎসবের আয়োজন করা। তার প্রস্তাবের প্রেক্ষিতে বিকেল চারটা থেকে শুরু হওয়া মতবিনিময়ে দেয়াল পত্রিকার অতীত-বর্তমান নিয়ে দীর্ঘ মতামত ব্যক্ত করেন অংশ নেওয়া দেয়ালিকা সম্পাদকরা।
মতবিনিময় সভায় দেয়াল পত্রিকার সম্পাদকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় একটি দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন হবে। এর আগে সম্পাদকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হওয়ারও সিদ্ধান্ত হয়।
আওয়ার ইসলামের বার্তা সম্পাদক মুফতি আব্দুল্লাহ তামিমের সঞ্চানলায় এ মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসাবে উপিস্থিত ছিলেন, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, দৈনিক সময়ের আলোর ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবাল।
দৈনিক যুগান্তরের সাব এডিটর তানজিল আমির, দাওয়াতুল হকের প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদওয়ান হাসান, অনলাইন একটিভিটিস্ট ও শিক্ষক ফারুক ফেরদৌস, মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদক ওমর শাহ লেখক ও শিক্ষক মুহাম্মদ আরাফাতসহ বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মাদরাসা ও সাহিত্য সংগঠন থেকে আগত প্রায় অর্ধশত দেয়াল পত্রিকার বর্তমান ও সাবেক সম্পাদক-সহযোগী সম্পাদক উপস্থিত ছিলেন।
আই.এ/পাবলিক ভয়েস