মন্ত্রিত্ব দেয়ার শর্তে জোট গঠন করা হয়নি: কাদের

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

পাবলিক ভয়েস : নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে আজ রোববার (৭ জানুয়ারি)। ৪৭-সদস্যের এই মন্ত্রিপরিষদে মহাজোটের শরিক দলের কাউকে রাখা হয়নি। এ বিষয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে মন্ত্রিপরিষদে স্থান দেয়ার শর্তে ১৪ দলীয় জোট গঠন করা হয়নি।

তবে আগামী পাঁচ বছরে মন্ত্রিসভায় অনেক রদবদল হতে পারে বলে জানিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ গঠনের দিনে সোমবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোট কাউকে মন্ত্রী করার শর্তে গঠন করা হয়নি। মন্ত্রী হলে জোটে আছি, না হলে নাই, বিষয়টি এমন নয়। আর তা ছাড়া পাঁচ বছর অনেক বড় সময়। এর ভেতরে অনেক রদবদল হতে পারে। তখন জোট থেকে বা দলের ভেতর থেকে অনেকেরই ডাক পড়তে পারে।

মন্তব্য করুন