নির্বাচন ভবনের আগুনে ইভিএম ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নির্বাচন কমিশনের ভবনে আগুনের ঘটনায় কিছু ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন এই আগুনে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজের কোনো ক্ষতি হয়নি। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১২টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১২টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হন কর্মীরা। নির্বাচন ভবনের বেজমেন্টে ৪ হাজার ৫শ ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। এছাড়াও বেশ কিছু কার্টন ছিল সেখানে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, ইভিএমের কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও কারণ বিষয়ে পরবর্তীতে খোঁজ নেবো।

তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।

এ ঘটনার কারণ উদ্ধারে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পেলে সব বোঝা যাবে। তবে তেমন কোনো ক্ষতি হয়নি।

দুটি তদন্ত কমিটির একটি গঠন করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান প্রদান করে। তিন সদস্যের এই কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

অন্যদিকে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেবে দুই সপ্তাহের মধ্যে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে আগুন লাগার খবর শুনেই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ছুটে আসেন। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন