কাশ্মীর ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের ফোন

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে গতকাল মঙ্গলবার টেলিফোন করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এ সময় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

টেলিফোনে শাহ মেহমুদ কোরেশি বলেন, জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে নেয়ার ভারতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত যে পদক্ষেপ নিয়েছে তা এ অঞ্চলের শান্তি ও সুরক্ষাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপ বিনিময় ও আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান করা উচিত।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন