আসামের বাদ পড়া নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: কাদের

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের আসামে যারা নাগরিক তালিকা থেকে বাদ পড়ছে তাদের নিয়ে এখনই বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ (৩ সেপ্টেম্বর) একথা বলেন তিনি।

ভারতের আসাম প্রসঙ্গে কাদের বলেন , আগামী ৪ মাসে যাদের বাতিল করা হয়েছে তাদের আপিলের সুযোগ থাকবে। তাই নিজেদের ঘাড়ে দোষ টেনে নেওয়ার কিছু নেই। অতএব উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানান তিনি। ৭১ এর পরে বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি বলেও বন্তব্য করেন কাদের।

ভারতের খসড়া নাগরিক (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসি) তালিকা থেকে উত্তর-পূর্ব আসাম রাজ্যের প্রায় ৪০ লাখ বাঙ্গালী বাসিন্দা বাদ পড়েন।

গত শনিবার সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করা চূড়ান্ত এ তালিকা থেকে বাদ পড়ে ১৯ লক্ষ বাঙ্গালীর নাম। প্রকাশিত তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম।

গতকাল সোমবার আসামের আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় ১৯ লাখ লোক বাদ পড়ার একদিন পরেই রাজ্যটির অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘১৪-১৫ লাখ বিদেশিকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশকে তাদের এই ১৪-১৫ লাখ লোককে ফিরিয়ে নিতে বলা হবে।’

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন