
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের আইনের আওতায় আনতে একিটি স্বাধীনা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, স্ব-পরিবারে বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের আইনের আওতায় আনতে একটি স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।
আজ, মঙ্গলবার আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তৎকালীন সরকার শুধু যে বঙ্গবন্ধুর খুনিদের দেশের বাইরে যেতে সহায়তা করেছে তাই নয়, তাদের কোনো তথ্য মজুদ রাখেনি সেই সময়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটু সময় লাগলেও কানাডার সরকার নূর চৌধুরীকে ফেরত দিতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। আইনী প্রক্রিয়া এবং কূটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজতে বা ফিরিয়ে আনতে সচেষ্ট ছিল না যা খুনিদের আরো শক্তিশালী হতে সাহায্য করেছে।
ডালিম , রশিদ, মুছলেমউদ্দিন, মাজেদ খুঁজে বের করার বিষয়ে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই উল্লেখ্য করে আইনমন্ত্রী জানান, এই হত্যার কুশিলবদের আইনের আওতায় আনতে একটি স্বাধীন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য পেছনের হত্যাকারীদের চিহ্নিত করা । কারণ এরাও বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে তৎপর। এছাড়া খুনিদের সম্পদ ক্রোপ বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রনে আনার কথাও তিনি উল্লেখ্য করেন।

