একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ৫৬-তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আসামের নাগরিকত্বের তালিকা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। এনিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। ভারত কিছু জানতে চাইলে তখনই কেবল মতামত দেয়া হবে।

গতকাল শনিবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন