এবারও পুলিশের ওপর বোমা হামলার দাবি আইএসের

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনার দায় স্বীকার করেছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)।

গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে দেওয়া এক বার্তায় তারা এই দায় স্বীকার করে।

সাইট ইন্টেলিজেন্স জানায়, ঢাকায় পুলিশকে লক্ষ্য করে অত্যাধুনিক আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। এতে দুই পুলিশ আহত হয়েছে।

এ আগে, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের ওপর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। তারা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন। গোলাম রসুল নামের একজন সাব ইন্সপেক্টর (এসআই) তাদেরকে হাসপাতালে নিয়ে যান। এএসআই শাহাবুদ্দিনের দু’পায়ে ও কনস্টেবল আমিনুলের হাতে বোমার আঘাত লেগেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন