বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

বিশ্বের অনিরাপদ নগরীর সাম্প্রতিক সংস্করণের তালিকায় শীর্ষ পাঁচে অবস্থান করছে ঢাকা। গত বছর এ তালিকায় ঢাকা ছিল তিন নম্বরে। এ ক্ষেত্রে দুই ধাপ এগিয়েছে এ মহানগরী।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতিবেদনটি তৈরি করেছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে এনইসি করপোরেশন।

নিরাপদ নগর সূচকের এ প্রতিবেদনে ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, ডিজিটাল ও অবকাঠামোকে অন্তর্ভুক্ত করে এমন ৫৭টি সূচকে ৬০টি দেশের তালিকা দেওয়া হয়েছে।

সরেজমিনে বিশেষজ্ঞদের সাক্ষাৎকার ও ব্যাপক গবেষণায় তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই এ সূচক দেওয়া হয়েছে।

এ বছর ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, ডিজিটাল ও অবকাঠামো সূচকে রাজধানী ঢাকা দুর্বলভাবে অগ্রসর হয়েছে। ঢাকার নিচে রয়েছে- করাচি, ইয়াঙ্গুন, কারাকাস ও লাগোস।

জাপানের রাজধানী টোকিও বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এরপরে সিঙ্গাপুর, জাপানের ওসাকা, নেদারল্যান্ডসের আমস্টারডাম ও অস্ট্রেলিয়ার সিডনির অবস্থান।

ঢাকাকে অবকাঠামো নিরাপত্তার শ্রেণিতে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে।

সূচকে বলা হয়- ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, ডিজিটাল ও অবকাঠামোকে বিবেচনায় রেখে এ তালিকা তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবা ও ডিজিটাল নিরাপত্তার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। আর ঢাকা ব্যক্তিগত নিরাপত্তায় ষষ্ঠ অনিরাপদ নগরী।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন