

‘আখের গোছাও যৌবনে’
এম. হাবিবুর রহমান
ব্যস্ত জীবন ন্যস্ত কেন
নিত্য পিশাচ কর্মে,
মিথ্যে আশায় ছুটছো হেন
ডাক পৌঁছে না মর্মে।
যার যা খুশি করছো হেসে
ভাবছো কি তার ফল?
গড্ডালিকায় ভেসে শেষে
ফেলছো চোখের জল।
মিথ্যে মায়ায় আখের ভুলে
গড়ছো সুখের আস্তানা!
জীবন সাজাও শুভ্র ফুলে
এসব সঠিক রাস্তা না।
কোন সে সুখে পাপের পথে
ঘুরছো কুহক মৌ বনে?
লাগাম টানো আপন রথে
আখের গোছাও যৌবনে।