
নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষককে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালি দেওয়ায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো: মাসুম খান’কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজস্ট্রিার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরতি এক চিঠিতে ২৮ আগস্ট বিকেলে এ আদশে জারি করা হয় ।
তিনি চিঠিতে উল্লেখ করেন, কর্মচারীদের আন্দোলনে মাসুম খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান’কে প্রকাশ্যে মাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ, নানা ধরনের বাজে ও মানহানিকর বক্তব্য প্রদান এবং তাকে অপপ্রচারকারী, অবৈধ, দুষ্কৃতিকারি, সন্ত্রাসী শিক্ষক বলাসহ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন। যা সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) মোতাবেগ অসদাচারণ। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ধারা ৪৭এর (৬) অনুযায়ী এবং সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে সেমিনার সহকারী মাসুম খান বলেন, ‘আমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আমার কর্মচারীদের সুযোগ সুবিধার জন্য অনেক কিছুই করতে পারি, কিন্তু ওরা এই সামান্য অভিযোগে সাসপেনশন দিল। ঔ শিক্ষক আমাদের ওপর যে হামলা করেছিল তার ছাত্রদের দিয়ে সে অভিযোগের তো কিছুই করলো না প্রশাসন’।
তিনি আরও বলেন, ‘একজন সরকারি কর্মচারীকে শোকজ করা হলে এর জবাবদিহিতার জন্য সময় দরকার এবং তদন্ত কমিটি করা দরকার। কিন্তু বিশ্ববিদ্যিালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন না করে শোকোজের জবাবের পর দিনই আমাকে বরখাস্ত করলো। আমি শোকোজের যে জবাব দিলাম তা কেন সন্তোষজনক হলো না এ বিষয়ে আমাকে জানানো হয়নি এবং সাময়কি বরখাস্তরে কোনো হার্ডকপিও এখনো আমাকে দেয়নি’।
/এসএস

