
ফয়সাল আরেফিন, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন চারজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্যে তাদের কে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ইসলামিক স্টাডিজের বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড.নীলোৎপল সরকার, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেন কে নিয়োগ দেওয়া হয়েছে।

