বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার শুরু ১ অক্টোবর

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

আগামী ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো’র নেতাদের বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-অ্যাটকো নেতারা। তারা টেলিভিশন শিল্পের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময়ে বাংলাদেশের কেবল একটি টেলিভিশন চ্যানেল, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরে এই মিডিয়া শিল্পকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে।

তিনি আরো বলেন, সমস্ত টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে সব চ্যানেল তাদের কার্যক্রম শুরু করবে। সেদিন প্রধানমন্ত্রীকে তা উদ্বোধনের জন্য অ্যাটকো নেতারা অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের অনুরোধ রক্ষা করেন।

তিনি বলেন, এছাড়া আমাদের সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই মাধ্যমকে ডিজিটালাইজড করার সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

অ্যাটকোর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল হক বাবু, আহমেদ জোবায়ের প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন