শাহীন রহমানকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ খুলনা প্রেসক্লাবের

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

ভূয়া নিউজ প্রচার করার অভিযোগে অখ্যাত অনলাইন নিউজ পোর্টাল প্রথম সময়ের সম্পাদক শাহীন রহমানকে (৪২) গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব। বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবকে নিয়ে কুৎসা রটানোর ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা থেকে আসামী শাহীন রহমানকে গ্রেফতার করায় বুধবার খুলনা প্রেসক্লাবের কার্যনিবাহী সভায় পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানানো হয়। সেই সাথে আসামী শাহীন রহমানকে খুলনা প্রেসক্লাবে আবাঞ্চিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গ, গত ৯ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল প্রথম সময়ের শাহীন রহমান তার ফেসবুকে টাইমলাইনে সাংবাদিক এসএম হাবিবের ছবি ব্যবহার করে একটি মানহানীকর- কুরুচিপূর্ণ পোস্ট করেন। এতে সামাজিকভাবে মানক্ষুন্ন হওয়ায় এসএম হাবিব তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার খুলনা পুলিশের একটি টিম ঢাকা থেকে শাহীন রহমানকে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট খবর…
ভূয়া সংবাদ প্রচার করার অভিযোগে নিউজ পোর্টাল সম্পাদক গ্রেফতার

/এসএস

মন্তব্য করুন