ডাক্তারদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

পটুয়াখালী প্রতিনিধি, কাওছার আহমেদ: পটুয়াখালীতে ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র অভি’র (১৪) মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। অভি পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

আজ ২৮ আগস্ট সকাল ১১টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্ররাসহ বিদ্যালয়ের দুই শতাধিক শির্ক্ষাথী বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনী ডাক্তারেররা বাহিরে কেন, খুনীদের বিচার চাই’ এ ধরনের নানা শ্লোগান দেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মিছিল সহকারে বিদ্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। সহপার্ঠি শিক্ষার্থীরাসহ নিহত শিক্ষার্থী আরদিন খান অভি’র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারাও অভ ‘র অকাল মৃত্যুর জন্য দায়ী অভিযোগ করে ডাক্তার আনোয়া উল্লাহ ও ডাক্তার শামীম আল আজাদের বিচার দাবী করেন।

স্বজনরা জানায় অভি সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে অচেতন অবস্থায় অভিকে ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার আনোয়ার উল্লাহ গুরুত্ব না দিয়ে বিলম্বে এসে বিষ পান করেছে বলে একটি ভুল ব্যবস্থাপত্র দিয়ে পেয়িং ওয়ার্ডে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত নার্স তাকিয়া বেগমের কাছে স্বজনরা বলেন অভি বিষ পান করে নাই, তাকে পেয়িং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শামীম আল আজাদকে ডাকেন।

নার্স শামীশ আল আজাদকে ফোন করলে শামীম আল আজাদ অভির চিকিৎসাপত্র নিয়ে তার ব্যক্তিগত চেম্বারে নিয়ে যেতে বলেন। শামীম আল আজাদ ওয়ার্ডে না এসে সরাসরি না দেখে ডাঃ আনোয়ারুল্লাহ এর দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী নার্সকে পরামর্শ দেন। কিছুক্ষন পরে অন্য এক ডাক্তার এসে অভি মৃত ঘোষনা করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর চিকিৎসায় চিকিৎসকের কোন গাফেলতি হয়নি। পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আমরা এখনও কোন অভিযোগ পাইনি। তবে এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন