অপরিকল্পিত উন্নয়নের বিরুদ্ধে জাবিতে মশাল মিছিল

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ এর অধীনে গাছ কেটে হল নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন কাজ বাস্তবায়নের চেষ্টা ও প্রকল্পের টাকা ছাত্রলীগের মধ্যে বণ্টনের প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পাঁচদিনের মধ্যে দাবি মেনে না নিলে ৩ সেপ্টেম্বর প্রশাসনিক কার্যালয় অবরোধের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘আমরা মশাল হাতে নিয়েছি। এই মশাল যেমন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ঠিক তেমন আলোকিতও করে। আমরা চাই আমাদের এই মশাল মিছিল জাহাঙ্গীরনগরকে আলোকিত করবে। যে লুটপাট শুরু হয়েছে, সেটা জাহাঙ্গীরনগরে চলতে দেওয়া হবে না। আমরা এই লুটপাটকে যেকোনো মূল্যেই হোক বন্ধ করবো।’

মিছিল শেষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘অপরিকল্পিত উন্নয়ন ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

এদিকে, উন্নয়ন প্রকল্প থেকে শাখা এবং কেন্দ্রীয় ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত, উন্নয়ন প্রকল্পের টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা ও মহাপরিকল্পনা সংস্কারের দাবিসহ মোট ছয়টি দাবি জানায় বিক্ষোভকারীরা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন