এ সরকারের সময়ে সব ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে: ফখরুল

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আ.লীগ সরকারের সময়ে সব ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। কারো জীবনের নিরাপত্তা নেই।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন।

মাহসচিব বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। কারো জীবনের নিরাপত্তা নেই। স্বাধীনতার চেতনা হরণ করে তারা গণতন্ত্রকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

দলের সিনিয়র নেতা মওদুদ আহমদ মনে করেন, বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তো করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন