ববিতে তরুণ উদ্যোক্তা তৈরিতে বিডা’র প্রশিক্ষণ কর্মসূচী

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বিনিয়োগ বিকাশে লক্ষ্য অর্জনে উদ্যোক্তা সৃষ্টির ফ্রি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তপক্ষ (বিডা)। তারুণ্যের শক্তি,বাংলাদেশের সমৃদ্ধি। আর নয় চাকরি খোজা, হবো সাহসী, হবো উদ্যোক্তা এসব প্রতিপাদ্য নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িক্তপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.এ.কে.এম মাহাবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়াসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মহোদয় ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরুণ উদ্যেগতা মোঃশাহবাজ মিঞা শোভন বলেন, এই ধরনের সরকারের প্রকল্প তরুনদের গতানুগতিক লেজুরবিহীন চাকুরী পাওয়ার হতাশা দূরকীরনে এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে তালমিলিয়ে চলার জন্য মেধাবীদের উদ্যোক্তা হতে এগিয়ে আসতে হবে সবার আগে।

/এসএস

মন্তব্য করুন