ডিসির ঘটনা আমাদের আহত করেছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

সদ্য ওএসপি হওয়া ডিসি আহমেদ কবীর প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জামালপুরের ডিসি অনৈতিক কাজ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে ওএসডি করা হয়েছে। এ ঘটনা আমাদের আহত করেছে। অধিকতর তদন্তের ভিত্তিতে পরবর্তিতে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যপারে কঠোর হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো শাস্তি হবে তার। আমাদের চাকরির বিধানে কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। সেটিই হবে। আশা করি আমরা দ্রুত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি কমিটি করে সেই কমিটিকে দায়িত্ব দেয়া হবে। কমিটি ভালোভাবে তদন্ত করে, বুঝে, কী ঘটেছে সেখানে, কতটুকু অনৈতিকতা সেখানে হয়েছে, সবকিছু বিচার-বিশ্লেষণ করেই কিন্তু এক্সামপ্লিয়ারি আমরা একটা প্রিম্যাটিক মেজার্স নেবো।

এদিকে এ ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার তার অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যবস্থা নিতে অধিকতর তদন্তের জন্য এ কমিটি করা হয়। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গ, সম্প্রতি জামালপুর জেলা প্রশাসকের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার কার্যালয়ের এক নারী কর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ফেসবুক মেসেঞ্জারে ভাইরাল হয়ে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজ গত ২৬ ফেব্রুয়ারি ও ৩ আগস্টের। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় প্রাথমিক শাস্তি স্বরুপ ডিসি আহমেদ কবীরকে ওএসডি করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন