২১ আগস্টের ঘটনায় তারেক রহমানের কোনো সম্পর্ক ছিলো না: মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

একুশে আগস্টের হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সম্পর্ক নেই দাবি করে সরকার দলীয় নেতা-নেত্রীদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৪ আগস্ট) এ প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ২১ আগস্টের ঘটনার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক ছিলো না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাচ্ছি। শিগগিরই এ সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলন করা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে ২২ জন নিহত হয়। আহত হয় আরো অন্তত কয়েক শ মানুষ।

১৪ বছরের মাথায় পৃথক দুটি মামলায় গত বছরের ১০ অক্টোবর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও ১১ জনের।

আদালতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের দোষী সাব্যস্ত হওয়া শাস্তির রায় ছাড়াও বিভিন্ন সময় আওয়ামীলের শীর্ষ নেতৃত্ব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে। এসব নিয়েই বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনের কথা বলেছেন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।

/এসএস

মন্তব্য করুন