কাশ্মীর ইস্যুতে সরকারের বক্তব্যে জনমত প্রতিফলিত হয়নি: গাজী আতাউর রহমান
ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন, লক্ষ্মীপুর

‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, সরকারের বক্তব্যে জনগণের মতামত প্রতিফলিত হয়নি। তাই সরকারকে এ বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ভারত সরকার তাদের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের জনগণের অধিকার কেড়ে নিয়ে তাদের ওপর অবৈধ শাসন চাপিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয় বরং এটা আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যু। দেশের সংবিধান অনুযায়ী নির্যাযিত ও অধিকার বঞ্চিত জাতি হিসেবে কাশ্মীরিদের পাশে দাঁড়ানো বাংলাদেশের কর্তব্য।
মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, বস্তুবাদী ছাত্ররাজনীতির ধ্বংসাত্মক কার্যক্রমের কারণে অভিবাবকরা ছাত্র রাজনীতি নিয়ে শংকিত। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অভিভাবকদের সেই শঙ্কা দূর করেছে। দুর্নীতিবাজ কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে গণ-আন্দোলনের মাধ্যমে দেশকে পুনর্গঠনের মুখ্য ভূমিকা ছাত্র আন্দোলনকে নিতে হবে।
শুক্রবার (২৩ আগস্ট) জেলা সভাপতি মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে জেলা ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুজ জাহের আরিফী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা সভাপতি ক্যাপ্টেন (অনারারী) মোহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিনসহ ইসলামী আন্দোলন লক্ষীপুর জেলা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দীন চিশতী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মোফাচ্ছেল খান, অর্থ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, দফতর সম্পাদক মুহাম্মদ ফারবেজ হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
/এসএস

