পটুয়াখালী যুবলীগ নেতার মায়ের জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শ্রমিক বান্ধব যুবলীগ নেতা এ্যাডভোকেট হাফিজুর রহমানের মাতা চান বরু বিবির জানাজা নামাযে মানুষের ঢল। আজ ২২ আগস্ট বাদ আছর পৌরসভা প্রাঙ্গণে জানাজার নামায পড়ান পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

জানাজা নামাযে সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলসহ হাজার হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।

জানা গেছে, চান বরু বিবি বুধবার দিবাহত রাত ৪.৩০ মিনিট সময় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালিন সময় তার বয়স হয়েছিল ৮২ বর্ছ তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ্যাডভোকেট হাফিজুর রহমানের মাতার মৃত্যুতে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রিক্সা চালক ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন