কু‌ষ্টিয়ায় আ.লীগ  দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

পাবলিক ভয়েস : কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় মঈনুদ্দিন বিশ্বাস নামে এক আ.লীগ কর্মী নিহত হয়েছেন। আজ রোববার (০৬ জানুয়া‌রি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মঈনুদ্দিন হলেন একই এলাকার বাসিন্দা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে আব্দালপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ’ কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালান। এসময় চেয়ারম্যানের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে প্রতিপক্ষের লোকজন মঈনুদ্দিনকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় মঈনুদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তেজনা নিরসনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন