ববি খুলছে আগামীকাল

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) খুলছে আগামীকাল বুধবার। ঈদ-উল-আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) খুলছে আগামীকাল ২১ আগস্ট বুধবার থেকে।

আজ মঙ্গলবার ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।  পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ১২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। অপরদিকে ১১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৮ দিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

এ দিকে, ছুটি শেষ হওয়ায় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন