
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নন বরং আ.লীগের লোকজনই জড়িত ছিলো।
মহাসিচব বলেন, ভারত কখনোই বাংলাদেশের কোনো উপকারে আসেনি বরং তারা উপকার পেয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিএনপি মহাসিচব বলেন, ভারত আমাদের থেকে সবসময় উপকার পেয়েছে কখনও কোনো উপকার করেনি।
তিনি বলেন, জাতির জনকের হত্যায় আ.লীগের লোকই জড়িত ছিল। যারা পরবর্তীতে সরকার গঠন করেছিলো।
এর আগে জিয়া উর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী বলে দাবি করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে (তৎকালীন সেনা কর্মকর্তা) জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। পরে সেই অশুভ শক্তি জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে। তার এই মন্তব্যের পাল্টা জবাবে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে বলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।
জিআরএস/পাবলিক ভয়েস

