

পাবলিক ভয়েস : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীর বাহাদুর উশৈসিং এমপিকে আবারো পার্বত্য প্রতিমন্ত্রী হিসেবে চাইছেন পাহাড়ের মানুষ। গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বীর বাহাদুর উশৈসিং ১লাখ ৪৩ হাজার ৯শত ৬৬ ভোট পেয়ে টানা ৬ষ্ট বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
গত ৩ জানুয়ারি নব-নির্বাচিত সংসদ সদস্যর শপথ গ্রহণের পর আগামী ৭ জানুয়ারি (সোমবার) নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ করার কথা। পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য মন্ত্রনালয়টি একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জন্য সংরক্ষিত থাকায় ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে।
পার্বত্য জেলার তিনটি আসন থেকে সাধারণত দেয়া হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর সেই আশায় বিগত ৬ বারের নির্বাচিত বীর বাহাদুরকে পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়ের মানুষ। বীর বাহাদুরের উন্নয়নের যোগ্যতায় পার্বত্য জেলাকে একটি আধুনিক ও উন্নত মানের জেলায় রুপান্তর করে সকলের জীবনমানের পরির্বতন চায় স্থানীয় বাসিন্দারা।
এদিকে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব আবারো বীর বাহাদুর পেতে যাচ্ছেন এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা। আর বীর বাহাদুর ৬ষ্ট বারের মতো নির্বাচিত হয়ে সেই প্রত্যাশা আরো বেড়েছে। বিগত ৫ বছর সাফল্যের সাথে তার দায়িত্ব পালন পার্বত্য এলাকার উন্নয়নে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ আ.লীগ সরকারের উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন নেতৃবৃন্দ।
জেলা আ.লী নেতাকর্মীদের মতে, বর্তমানে বান্দরবানসহ পার্বত্যাঞ্চল আ.লীগের ঘাঁটিতে রূপান্তর করেছে বীর বাহাদুর। এখানকার রাজনৈতিক সমস্যা সমাধানসহ পার্বত্য শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে বীর বাহাদুরের অবদান সবচেয়ে বেশি।
বান্দরবানের শিক্ষিত সমাজ বলছে , বান্দরবান জেলার বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে ছিল। বান্দরবান জেলা একসময় ছিল একটি অনগ্রসর জেলা। কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা হাত ধরে বীরবাহাদুর-এর নেতৃত্বে বান্দরবান আজ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বান্দরবান জেলাকে একটি শিক্ষাবান্ধব নগরীতে পরিণত করবে বলে আশাবাদ ব্যক্ত করে সেই লক্ষে কাজ করছে বীর বাহাদুর উশেসিং ।
বান্দরবান জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস জানান, আমাদের প্রত্যাশা আগামী দিনে এই পার্বত্য বীরকে (বীর বাহাদুর) মন্ত্রী সভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হোক, যার ফলে তিনি পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ও জাতির সেবা করতে পারে। এস এম সবুজ