
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার সহ ২ জাপানি নাগরিককে আটক কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ৬ কোটি টাকা।
আজ বুধবার মধ্যরাত (সাড়ে ১২টা) মালেশিয়া থেকে Air Asia এর AK 71 ফ্লাইট যোগে আগত দুই জাপানি নাগরিককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ৩০ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ১০ টি ১কেজি ওজনের ও ২০ টি ১০০গ্রাম ওজনের। আটক দুই জনের নাম- টেকো মিমুরা (Takeo Mimura) পাসপোর্ট নং TR3577296 এবং শুইচি সাতো (Shuichi Sato) পাসপোর্ট নং TS 2378822।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রেরিত গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে AK 71 বিমানে আগত জাপানি যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে । এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ওই ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে । এক পর্যায়ে যাত্রীদের শনাক্ত করা হয় এবং নজরদারীতে রাখা হয়।
যাত্রীদ্বয় গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয় । যাত্রীদ্বয় স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাদের ল্যাগেজ স্ক্যানিং করে কিছু না পাওয়ায় দেহ আর্চওয়ে করে ধাতব বস্তুর অস্হিত্বের সংকেত পাওয়া যায়। পরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্থিতিতে তাদেরর দেহ তল্লাশি করে উভয়ের হাফ প্যান্টের ভেতর দিকে বিশেষভাবে সেলাইকৃত পকেটে ৩০ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ১২ কেজি।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীদ্বয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, জাপানি নাগরিকের নিকট হতে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের বিষয়টি বাংলাদেশে এবারই প্রথম।
