প্রধানমন্ত্রী ও স্পিকারকে অভিনন্দন জানালেন এরশাদের

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক এ রাষ্ট্রপতি বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। দেশের গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে।

এদিকে,ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করায় তাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরশাদ।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করেছেন। জাতীয় সংসদের ঘোষিত ফলাফলে ২৯৮ আসনের মধ্যে আ.লীগ একাই পেয়েছে ২৫৭টি আসন। জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামী সোমবার মন্ত্রিপরিষদ গঠিত হবে।

গত বৃহস্পতিবার চতুর্থবারের মতো সংসদীয় নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে আ.লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আ.লীগের সংসদীয় দলের বৈঠকে টানা তৃতীয়বার এবং সংসদ নেতা হিসাবে চতুর্থবার নির্বাচিত হন শেখ হাসিনা। এস এম সবুজ

 

মন্তব্য করুন