ঈদে ১৩ দিনব্যাপী ছুটির ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালযয়ে

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

সাব্বির আহমেদ,ববি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩ দিন ছুটি থাকবে বরিশাল বিশ্ববিদ্যাল। গতকাল মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।

এ নোটিশ উল্লেখ করা হয়, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ১৩ দিন সকল ক্লাস বন্ধ থাকবে এবং আগামী ১১ আগস্ট (রবিবার) থেকে ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত ৯ দিন অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, বন্ধ থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন