
স্বাধীন কাশ্মীরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় ‘কাশ্মীর চাই আজাদী-আজাদী আজাদী’ বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওদে শিক্ষার্থীদের হাতে কাশ্মীরের পক্ষে বিভন্ন ধরণের শ্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়।
প্রসঙ্গত, কাশ্মীর চুক্তির ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রোববার ভারতী পার্লামেন্টে বাতিলের ঘোষণা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ অনুচ্ছেদ বর্ণিত বিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীর আলাদা পতাকা, সংবিধানসহ স্বায়ত্বশাসনের অধিকার পেতো। এ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের সে অধিকার কেড়ে নেওয়া হলো। এখন থেকে জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রী নিয়ন্ত্রিত অঞ্চল হবে।
/এসএস

