পটুয়াখালী সদর থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: “পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশা বিস্তার” প্রভৃতি শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় পটুয়াখালী সদর থানার উদ্যোগে সচেতনামূলক কার্যক্রম ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট)  বিকাল ৩টায় সদর থানা কার্যালয়ে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জসীম উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মো. হুমায়ন কবির, অপারেশন মো. মামুন, এসআই মো.মেহেদীসহ সদর থানার অন্যান্য কর্মকর্তা সদস্যবৃন্দ। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাবৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুহাম্মদ জসীম উদ্দিন এর নেতৃত্বে সদর থানার গেট হতে শহরে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়র প্রদক্ষিন করে সদর থানার সামনে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ক সচেতনতামূলক থানা কার্যালয়ে আলোচনা করা হয়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন