ডেঙ্গু পরিবর্তন ব্যবস্থাপনা আধুনিকরণ সাইন্টিফিক সেমিনার

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে ডেঙ্গু পরিবর্তন প্রবণতার ওপর ব্যবস্থাপনা আধুনিকরণে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট সোমবার সকাল ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজের হলরুমে ডেঙ্গু পরিবর্তন প্রবণতা উপর ব্যবস্থাপনা আধুনিকরণ সাইন্টিফিক সেমিনারে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এস এম আবুল হাসান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ মাহমুদুর রহমান ।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ,এঝঝউ মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডি ঢাকা এবং পটুয়াখালীর গর্ব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক মামুন মুস্তাফিজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা, সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বি এস এ পটুয়াখালী ডাক্তার মো. মিজানুর রহমান, সহ-সভাপতি বি এস এ ডাক্তার মো. মনির হোসেন, তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল পটুয়াখালী ডাক্তার মোঃ সাইদুজ্জামান, সিভিল সার্জন পটুয়াখালী ডাক্তার শাহ মোঃ মোজাহিদুল ইসলাম,সেমিনারে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অনেক গণ্যমাণ্য ডাক্তার এবং পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা।

 আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন