কলরব শিল্পীদের মুখে শ্রুতিমধুর “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” সঙ্গীত (ভিডিও)

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর শিল্পীদের কন্ঠে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” সঙ্গীতটি গজলপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছে। কলরবের জনপ্রিয় শিল্পী আহমদ আবদুল্লাহর লিরিক এবং টিউনে সঙ্গীতটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল “হলিটিউন” এ রিলিজ হয়েছে।

যৌথকন্ঠে সঙ্গীতটি গেয়েছেন কলরবের স্বর্ণপদকপ্রাপ্ত কিশোর শিল্পী আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহীদ জামিল, ফখরুল হক এবং দাউদ আনাম। সঙ্গীতটি পৃষ্ঠপোষকতায় ছিলেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদাউস। সঙ্গীতের শুরুতেই কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ. এর জন্য দোয়া কামনা করা হয়েছে।

সঙ্গীতটি সম্পর্কে মালয়েশিয়া সফরে থাকা কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক ও হলিটিউনের সিইও মুহাম্মাদ বদরুজ্জামান বলেন, হজ্বের মওসূমে পবির কাবা প্রেমে মত্ত হয়ে আমরা সঙ্গীতটি রিলিজ করেছি। যখন লাখো লাখো হাজ্বীরা এখন কাবা প্রাঙ্গণে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনী দিচ্ছেন তখন আমরাও তাদের সাথে সূর মিলিয়ে লাব্বাইক নামের এই গজলটি প্রকাশ করেছি। আশা করছি গজলটি সঙ্গীতপ্রেমীদের অনেক পছন্দ হবে।

সঙ্গীতটি দেখুন :

মন্তব্য করুন