
এম ওমর ফারুক আজাদ, চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর আম্মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। আজ রোববার রাত পৌনে ১০টার দিকে বাবুনগরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তিনি অনেকদিন ধরে শয্যাসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
এদিকে মায়ের মৃত্যুর সময় আল্লামা বাবুনগরী হাটহাজারীতে অবস্থান করছিলেন। ইতোমধ্যে নিজ বাড়ী বাবুনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। তিনি বাড়ি পৌঁছলে জানাযা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আল্লামা বাবুনগরীরর ভাতিজা (মামাতো ভাইয়ের ছেলে) মাওলানা রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
রত্নগর্ভা এ মায়ের গর্ভে জুনায়েদ বাবুনগরীসহ ৩ ছেলে ও ২ মেয়ের জন্ম। পাঁচ ভাই-বোনের মধ্যে আল্লামা বাবুনগরী সবার বড়। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং দারুল উলুম মঈল ইসলাম হাটহাজারীর সহকারী মুহতামিম।
/এসএস

